বিষাদের দিনরাত্রি
হে বিশ্বচক্রে ঘূর্ণিয়মান ভাইরাস
হে সভ্যতার বিকশিত দন্ত,
হে বিষাক্ত নিঃশ্বাস,
হে মাত্রাতিরিক্ত নির্জনতা,
তোমাদের স্পর্শে বেড়ে উঠেছে
যে বিষণ্ণ দিনরাত্রি, যে নৈঃশব্দ্যের হাওয়া,
যে অন্তহীন অন্ধকার,
সেই তীব্র অসুখ, সেই ডুবন্ত চাঁদ,
সেই কৃষ্ণপক্ষের মধ্যে দিয়ে
এক দিশাহীন গোলকধাঁধায় ঢুকে যাচ্ছে মানুষ...
আর, হাওয়ায় ভেঙে যাচ্ছে বিষাদের দিনরাত্রি...
No comments:
Post a Comment