Sunday, July 28, 2013

যদি

কালো এক বিন্দুতে দাঁড়িয়ে আমি,
সম্মুখে বিভিন্ন যদি
উড়ছে আকাশে ঘুড়ির মত...

এই সব যদিগুলি অতিক্রম
করে উঠি যদি,
তবেই মধ্যাহ্নে চন্দ্রমা,
আর, অপরাহ্নে যোগেশ্বরী।

এই সব যদিগুলি অতিক্রম
করে উঠি যদি
তবেই দাঁড়াবো সরে
কালো বিন্দু থেকে দূরে।


সম্মুখে বিভিন্ন যদিআজ ...

No comments:

Post a Comment