এইসব সেরে গেলে
এইসব সেরে গেলে মা-কে নিয়ে চেরাপুঞ্জি যাবো, এরোপ্লেনে করে মেঘেদের কাছে। এইসব সেরে গেলে হাঁটু মুড়ে কুচিয়ে কুচিয়ে ছিঁড়ে ফেলবো অসুখের দিনরাত্রি। আর, 'সোস্যাল ডিস্ট্যান্স' শব্দটা ফালা ফালা করে দেবো।
এইসব সেরে গেলে চলন্ত ট্রেনে বসে অন্ধকার মাঠ পার করে বিন্দু বিন্দু আলো দেখবো। আর, তোমার সঙ্গে দুরন্ত ঢেউ ভাঙবো ব্ল্যাক সি-তে।
এইসব সেরে গেলে মুখোশ পোড়ানোর সভা করবো আমরা হাজরা মোড়ে।
হাতে হাত রেখে একে অন্যের মুখ দেখবো।
এইসব সেরে গেলে তেলিনীপাড়া থেকে গঙ্গায় জল কেটে কেটে ফেয়ারলি প্লেসে আসবো। তখন আকাশ থেকে রেইনবোর রঙ ছিটকে আসবে তোমার চোখে...
এইসব সেরে গেলে একবার কনট প্লেসে ওয়েঙ্গার্সে গিয়ে ক্যারামেল পুডিং খাবো, আর মেরিন ড্রাইভে হাঁটবো তোদের সঙ্গে।
এইসব সেরে গেলে 'মহামারী' শব্দটা ভুলে যাবো বেমালুম। তখন আবীর আবীর স্বপ্নগুলো লকার থেকে বার করে তাকিয়ে থাকবো, দুচোখে মায়া...
No comments:
Post a Comment