ভোরবেলার স্বপ্ন
অনেকদিন পর আজ ভোর রাতে আমরা তিন বোন হাত ধরে হাঁটছিলাম। কতদিন পরে ! রিুঙ্কু আর আমি টিঙ্কুর দুহাত ধরে দুপাশে হেঁটে যাচ্ছি ডোভার লেনে কথা বলতে বলতে, কত কথা!
টিঙ্কু বলছে, আমার তো আসলে আট তারিখে ফাঁড়া ছিল...
-
বলিস নি কেন রে?
-
বলিনি তোমায় ?
আমার তো মনে হয় বলেছি । কি জানি ! মনে হয় বলব ভেবেছিলাম।
-
কিসের ফাঁড়া রে?
-
আমি আসলে
দেখেছিলাম, আমাকে যম দড়ি দিয়ে বাঁধছে।
-
বলিস নি কেন রে?
-
কি জানি ! যাক্
গে এখন তো আমি ভাল আছি । আর তো কোনো চিন্তা নেই। পুপুন কোথায় গো?
-
পুপুন দিল্লীতে
আছে , চন্দনও , মা আছে ওদের সঙ্গে , পুপুনের পরীক্ষা তো তাই ।
- ভালো করেছো ।
পুপুনের জন্যে আমার খুব চিন্তা । ওর লেখাপড়া শেষ না হওয়া অবধি আমাকে বেঁচে থাকতেই
হবে। চন্দন ওকে ঠিক বোঝে না।
ডোভার লেন থেকে কিভাবে যেন বি পি পোদ্দার হাসপাতালে গেলাম , কেন গেলাম তা জানি
না । আমাদের পেছনে অনেক ভিড় । সেই সব মানুষেরা সবাই এসেছে আমাদের সঙ্গে, যারা
টিঙ্কুকে শ্মশানে নিয়ে গিয়েছিল । হাসপাতালের গেটে ভীষণ চিৎকার ...
No comments:
Post a Comment