Sunday, July 21, 2013

ব্ল্যাকআউট

কাল থেকে সারা পৃথিবী
মায়ের চোখ থেকে টলটল দুঃখ সব
জড়ো করে
সমুদ্রের পরে আরও সমুদ্র করেছে সৃষ্টি

কাল থেকে ল্যাভেন্ডার সন্ধেগুলো ব্ল্যাকআউট পুরো

কাল থেকে সব প্রেম শূন্য মেখেছে গায়ে

কাল থেকে বন্ধুদের জন্মদিন আর বিবাহবার্ষিকী সব
মুছে সাদা হয়ে গেছে

কাল থেকে সারা আকাশ শুধু তোর মৃত্যুদিন
আর,

মায়ের দুঃখজলে তৈরী মহাসমুদ্র

No comments:

Post a Comment