সাতশো চল্লিশ দুঃখ
থমকে আছে । পাঁচমাথার মোড়ে স্যাঁতস্যাতে জীবন দাঁড়িয়ে
স্থির ।
আর , রচিত হচ্ছে দুঃখ । সাতশো চল্লিশ রকম । শূন্যতার
সঙ্গে জুটি বেঁধে ।
কেঁপে কেঁপে উঠছে সাদামাটা স্বপ্ন । আড়াল থেকে অগোছালো ।
কোনো কোনো স্বপ্ন জেব্রাক্রসিং-এ । মুখ থুবড়ে ।
দুঃখগুলো পাশে পাশে , ছোঁয়াচে ভীষণ ।
সেই কবে থেকে ট্রাফিক সিগন্যালে রেডলাইট !
No comments:
Post a Comment