Tuesday, July 26, 2011

সমুদ্রজলে সাদা বৃষ্টি










           উত্তাল সমুদ্রজলে ছুটছে ঘোড়া
           প্রবল বেগে
আর, দূর থেকে সাদা বৃষ্টি আসছে
             আমাদের দিকে
মুগ্ধ আমরা, ডুবে যাচ্ছে পা আমাদের
             উচ্ছল জলে
সাদা বৃষ্টি আরও সাদা হয়ে নেমে এলো
             ক্যাসুরিনা গাছে
সরে সরে যাচ্ছে বালি, সাদা ফেনা

আর, আমরা বৃষ্টিতে ভিজে ভেসে যাচ্ছি

             ঢেউয়ে ও জলে

No comments:

Post a Comment