Sunday, February 13, 2011

ইচ্ছে হয়


ইচ্ছে হয় বসি তোমার পাশে , কোলাহলে, বিবর্ণ পাব্‌-
পায়ে পা কাঁধে কাঁধ হাঁটুতে হাঁটু...
তোমার নিঃশ্বাসে উবে যাবে কপালে ঘাম আমার
তোমার জন্য সরে যাবে আমার ঠোঁটের যাবতীয় বিস্বাদ
দু’চোখে তুমি খুঁজবে আমায়
ইচ্ছে হয় কোলাহলেও মৃদুস্বরে তোমার থাকবে তৃষা।

ইচ্ছে হয় বসি তোমার পাশে, অন্ধকার বারান্দাতে
গতকালের ভেজা কাপড় সেখানে উড়বে না ফড়ফড়
ইচ্ছে হয় রাত্রিভাষা ছুঁইয়ে যাক আমাদের
আমরা দেখবো ছায়া-ছায়া খেলা
           আর সময় বয়ে যাবে অলোক-সুন্দর দেওয়ালে
ইচ্ছে হয় তোমার আঙুল অভ্রান্ত খুঁজে নেবে আমারগুলি
ইচ্ছে হয় অভ্যাস-ঘর ছাড়িয়ে যেন দাঁড়িয়ে থাকি আমি।


মালয়ালি লেখিকা অনিতা নায়ার-এর আই ওয়ান্ট’-এর অনুবাদ,
মূল ভাষা ইংরেজি, ভাষান্তরঃ ঈশিতা ভাদুড়ী

No comments:

Post a Comment