Sunday, July 28, 2013

যদি

কালো এক বিন্দুতে দাঁড়িয়ে আমি,
সম্মুখে বিভিন্ন যদি
উড়ছে আকাশে ঘুড়ির মত...

এই সব যদিগুলি অতিক্রম
করে উঠি যদি,
তবেই মধ্যাহ্নে চন্দ্রমা,
আর, অপরাহ্নে যোগেশ্বরী।

এই সব যদিগুলি অতিক্রম
করে উঠি যদি
তবেই দাঁড়াবো সরে
কালো বিন্দু থেকে দূরে।


সম্মুখে বিভিন্ন যদিআজ ...

Sunday, July 21, 2013

ব্ল্যাকআউট

কাল থেকে সারা পৃথিবী
মায়ের চোখ থেকে টলটল দুঃখ সব
জড়ো করে
সমুদ্রের পরে আরও সমুদ্র করেছে সৃষ্টি

কাল থেকে ল্যাভেন্ডার সন্ধেগুলো ব্ল্যাকআউট পুরো

কাল থেকে সব প্রেম শূন্য মেখেছে গায়ে

কাল থেকে বন্ধুদের জন্মদিন আর বিবাহবার্ষিকী সব
মুছে সাদা হয়ে গেছে

কাল থেকে সারা আকাশ শুধু তোর মৃত্যুদিন
আর,

মায়ের দুঃখজলে তৈরী মহাসমুদ্র
সাতশো চল্লিশ দুঃখ

থমকে আছে । পাঁচমাথার মোড়ে স্যাঁতস্যাতে জীবন দাঁড়িয়ে স্থির ।
আর , রচিত হচ্ছে দুঃখ । সাতশো চল্লিশ রকম । শূন্যতার সঙ্গে জুটি বেঁধে ।
কেঁপে কেঁপে উঠছে সাদামাটা স্বপ্ন । আড়াল থেকে অগোছালো ।
কোনো কোনো স্বপ্ন জেব্রাক্রসিং-এ । মুখ থুবড়ে ।
দুঃখগুলো পাশে পাশে , ছোঁয়াচে ভীষণ ।


সেই কবে থেকে ট্রাফিক সিগন্যালে রেডলাইট !