উত্তাল সমুদ্রজলে ছুটছে ঘোড়া
প্রবল বেগে
আর, দূর থেকে সাদা
বৃষ্টি আসছে
আমাদের দিকে
মুগ্ধ আমরা, ডুবে যাচ্ছে
পা আমাদের
উচ্ছল জলে
সাদা বৃষ্টি আরও সাদা হয়ে নেমে এলো
ক্যাসুরিনা গাছে
সরে সরে যাচ্ছে বালি, সাদা ফেনা…
আর, আমরা বৃষ্টিতে
ভিজে ভেসে যাচ্ছি
ঢেউয়ে ও জলে…